নিজস্ব সংবাদদাতা :
তাঁর ৬ দিনের ভারতসফর’ঐতিহাসিক’ বলে ব্যাখ্যা করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহু। জেরুজালেম থেকে জারি এক বিজ্ঞপ্তিতে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই সফরের মাধ্যমে দু-দেশের সম্পর্ক আরও দৃঢ়তার পথে এগোল। ভারতে তাঁর আন্তরিকতার জন্য বন্ধু নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নেতান্যাহু।প্রসঙ্গত,১৪ জানুয়ারি, প্রোটোকল ভেঙে বিমানবন্দরে নেতান্যাহুকে স্বাগত জানাতে গিয়েছিলেন মোদি। তিনি বলেন, এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ভবিষ্যতেও ইজরায়েলকে বিজ্ঞান, প্রযুক্তি এবং কুটনৈতিক ক্ষেত্রে সাহায্য করবে।
ভারত সফরে এসে মোশে’র সঙ্গে সাক্ষাৎ এক বিশেষ মুহুর্ত বলে জানিয়েছেন নেতান্যাহু। প্রসঙ্গত, ২০০৮ মুম্বাই হামলায় চাবাদ হাউসে মারা যান মোশের মা ও বাবা। মোশেকে বাঁচায় তার আয়া স্যান্ড্রা। ছোট্ট মোশে এখন ১১ বছরের কিশোর। এবার সেই মোশের সঙ্গেই দেখা হয় নেতান্যাহুর। এছাড়াও ভারতে বসবাসকারি ইহুদি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan