ওয়েব ডেস্ক :
এবার দক্ষিণ ভারতের সাজে সাজবে রথ। কলকাতার ইসকনের ৪৬তম রথযাত্রার এবারের থিম স্বামী রামানুজানন্দ-এর হাজার তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে অন্যান্যবারের মতোই এবারও মন্দির থেকে যাত্রা শুরু হবে। ভগবান জগন্নাথ দেবকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে রথের দিন। শুক্রবার ইসকনের গুরুসদয় দত্ত রোডের অফিসের সাংবাদিক সম্মেলনে এ কথা জানান, এবারের রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গমোহন দাস। তবে রথযাত্রার শুরু অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে। বেলা ১২ টা নাগাদ শুরু হবে এই রথযাত্রা। অ্যালবার্ট, এ জে সি বোস রোড, চৌরঙ্গি, এক্সাইড হয়ে পৌঁছাবে ব্রিগেডে। সেখানে গুণ্ডিচা মন্দিরে বাকি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শাস্ত্রীয় নৃত্য থেকে সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সি এবং টলিউডের শিল্পীরা।
লাইক ও শেয়ার করুণ