ওয়েব ডেস্ক:
লালহ্লুদে খেলে ডো ডং এবার আসছেন সবুজমেরুনে। এমনকী বাগান কর্তাদের সঙ্গে কয়েক দফা কথাও হয়ে গেছে। কলকাতায় আবার খেলার আগ্রহও দেখিয়েছেন ডং। বর্তমানে ডং খেলছেন মালয়েশিয়ান লিগে। ওদিকে আর এক মরশুম বাগানে থেকে গেলেন সঞ্জয় সেন। চুক্তি না হলেও তিনি দল গড়া শুরুও করে দিয়েছেন। তাঁরই তালিকায় যেমন র্যান্টি মার্টিন আছেন তেমনই আছেন ডো ডং। সঞ্জয় সেন পুরনো দলই ধরে রাখতে চাইছেন। তবে তিনি চাইছেন না কাটসুমি আর ডাফিকে। এঁরা দু’জন নেই কোচ সঞ্জয় সেনের খেলোয়াড় তালিকায়। মোহনবাগানও দেরিতে হলেও দল গুছোতে নেমে পড়েছে। বাগান কর্তারা নাকি বলেছেন, মোহনবাগান খারাপ দল করবে না।