ওয়েব ডেস্ক :
মার খেলেন জর্জ বেকার
দুপুর দেড়টা। কালনার পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করছিলেন বিজেপি নেতা জর্জ বেকার। সেইসময় তৃণমূল অফিস অতিক্রম করছিলেন কয়েকজন যুবক দলীয় অফিস থেকে বার হয়ে মারধর করেন জর্জ বেকারকে। তৃণমূল নেতৃত্ব এই ঘটনা অস্বীকার করলেও বিজেপির তরফ থেকে জানানো হয় তৃণমূল কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে।
ব্যালকনি ভেঙে শিশু আহত
কালীঘাটের কাছে ৫৯ কাঁসারি পাড়া রোডের একটি বাড়ির ব্যালকনি ভেঙে পড়ায় সাত বছরের একটি মেয়ের মাথায় আঘাত লাগে। শিশুটি তার বাবার সঙ্গে স্কুটারে যাচ্ছিল সেই সময়। মাথায় এতটাই আঘাত লাগে যে তাকে এস এস কে এম হাসপাতেলে ভর্তি করতে হয়েছে।
পুলিশের নতুন অ্যাপ
সেফ ড্রাইভ, সেভ লাইফের পর এবার কলকাতা পুলিশ চালু করল ‘বন্ধু অ্যাপ’। সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখেই বাজারে আনা হল এই অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। একাধিক সুবিধা রয়েছে এই অ্যাপে। ট্রাফিক ফাইন থেকে জেনারেল ডায়েরি সবই করা যাবে এই অ্যাপের মাধ্যমে। এমনকী মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে এই অ্যাপের মাধ্যমে তাও খুঁজে বের করা যাবে। অপরাধ দমন, ট্রাফিক ভায়োলেশন বা কেউ বিপদে পড়লে সাহায্য করবে এই অ্যাপ। অন রোড বা অফ রোড দুই ক্ষেত্রেই এই অ্যাপের সুবিধা পাবেন সাধারণ মানুষ। মল বা পাবলিক স্পটে ব্যবহার করা যাবে এই অ্যাপ।
লাইক ও শেয়ার করুন