চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
খড়দহ উপনির্বাচনের দিন দলীয় কাজে গিয়ে মার খেলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। শনিবার সকালে খড়দহে যাচ্ছিলেন তিনি। সে সময়ই তৃণমূলের গুন্ডাবাহিনী তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ করা হয়েছে। ইটের আঘাতে আহত হয়েছেন তিনি। আহত হওয়ার পর দলীয় কার্যালয়ে যাওয়া হয় তন্ময়কে। দলীয় অফিসে ছুটে আসেন খড়দহ আসনে প্রার্থী দেবজ্যোতি দাস। সিপিএম কর্মীরা অভিযোগ করেছেন, তন্ময়ের মাথার পিছন দিকে আঘাত লেগেছে। সিপিএমের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সিপিএমের কর্মীরা হামলার পিছনে তৃণমূলকে দায়ী করলেও তন্ময় নিজে কোনও দলের বিরুদ্ধে অভিযোগ করেননি।
তন্ময় বলেছেন, ‘‘দু’চারটে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এ জন্য কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। মহিষপোতা, অপূর্বনগর, তেঘড়িয়ার একটি বুথে আমাদের এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে। তৃণমূল সংগঠিতভাবে এই কাজ করেছে বলে আমার মনে হয় না। আমার মনে হচ্ছে, পাড়ার কিছু মস্তান এই কাজ করছে। পাথর বা ইট আমার মাথার পিছনে লেগেছে। ফিরে দেখি একটি কালো মাস্কে ঢাকা ছেলে একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে। সেই আমাকে মেরেছে, এমন অভিযোগ করছি না। বাকি যাঁরা ছিলেন, তাঁদের মুখ দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি।’’ তৃণমূল এই হামলার নিন্দা করেছে।