নীল বণিক:
ঝাড়খণ্ড সরকারকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে ডিভিসির লকগেটগুলি একতরফা ভাবে রাজ্যের দিকে খোলা হচ্ছে। যার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসির জল দুই রাজ্যকেই সমানভাবে ভাগ করে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠি পাঠানো হয়েছে ডিভিসি কর্তৃপক্ষকেও। অতিরিক্ত জল ছাড়বার আগে রাজ্যকে জানানোর জন্য ডিভিসিকে বলেছেন রাজ্যের সেচমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে মাইথন ব্যারেজ। সকালেই এই ব্যারেজ কর্তৃপক্ষ ২৩ হাজার কিউসেক জল ছেড়েছেন। অন্যদিকে পঞ্চায়েত ব্যারেজ জল ছেড়েছে পঁচিশ হাজার কিউসেক। তাতেই ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে বর্ধমান, হুগলির গোঘাট-সহ বেশ কিছু জায়গা নতুন করে জলের তলায় চলে গেছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন