Breaking News
Home / TRENDING / ভারতীর পরে আরও ৬ আইপিএসের ইস্তফাপত্র তৈরি, অন্তরালে কী মুকুল-দীপক জুটি!

ভারতীর পরে আরও ৬ আইপিএসের ইস্তফাপত্র তৈরি, অন্তরালে কী মুকুল-দীপক জুটি!

দেবক বন্দ্যোপাধ্যায় :

নীল বণিক:

মুকুল রায়ের সাবধানবাণী কী আইপিএস অফিসারদের মনে ভয় ধরাল!

ভারতী ঘোষের ইস্তফার খবরে যে চাঞ্চল্য তৈরি হয়েছে সেই আবহের মধ্যেই নবান্নের জন্য অস্বস্তিকর আরও খবর সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আরও ছ’ জন সিনিয়ার আইপিএস অফিসার রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।

নতুন বছরের শুরুতেই তাঁরা মমতার রাজ্য ছাড়ার জন্য নবান্নের দ্বারস্থ হবেন বলে সূত্রের খবর। এরই মধ্যে এডিজি পদে কাজ করা আইপিএস যেমন রয়েছেন, তেমনই আইজি পদের অফিসারেরাও রয়েছেন। তাঁরা প্রত্যেকেই দিল্লির সঙ্গে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এমনকি দিল্লিতে গিয়ে কম গুরুত্বের পদ পেলেও হাফ ডজনের বেশি আইপিএস আর রাজ্যে থাকতে চাইছেন না!  ঘনিষ্ঠ মহলে তাঁরা জানিয়েছেন বর্তমান সরকারের সঙ্গে কাজ করা দুষ্কর হয়ে পড়ছে। তাছাড়া গুরুত্বপূর্ণ জায়গাতে যে কায়দাতে জুনিয়র আইপিএসরা পোস্টিং পাচ্ছেন তা একেবারেই মানতে পারছেন না সিনিয়ার আইপিএসরা।

তৃণমূলে থাকাকালীন মুকুল রায়ের সঙ্গে রাজ্যের সব আইপিএস অফিসারদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। মুকুল যেমন তাঁদের ব্যক্তিগতভাবে জানেন, তাঁরাও মুকুলকে জানেন নিবিড় ভাবে। প্রকাশ্য জনসভায় মুকুল যে ভাবে আইপিএস অফিসারদের ‘ধমক’ দিচ্ছেন তা কোনওভাবেই হালকা চালে নিচ্ছেন না আইপিএসরা। মুকুলকে ব্যক্তিগতভাবে জানার ফলে তাঁরা বোঝেন মুকুল চাইলে কি করতে পারেন। তার ওপর সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন আমলা দীপক ঘোষেরও আমলা মহলে ব্যক্তিগত প্রভাব প্রবল। ফলতঃ মুকুল তো বটেই, প্রশাসনিক মহলের স্থির জল নাড়িয়ে দেওয়ার পিছনে দীপকেরও হাতযশ দেখছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

শুধুমাত্র শুদ্ধিকরন আর বাংলাদেশ নয়, মমতার যে কথায় কান দিল না মেইনস্ট্রিম মিডিয়া

“ভর্সা যেন না পায় কোনও দাঙ্গামুখো হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভর্সা তাদের করুক তাড়া’ …

কোন সাহসে দলের প্রধান স্লোগান কে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু? কপালে ভাঁজ বিজেপির

দেবক বন্দ্যোপাধ্যায় উফ্! শুভেন্দুর বক্তৃতা শুনে সেই যে গায়ে কাঁটা দিয়েছে সেই কাঁটা আর যায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *