নিজস্ব সংবাদদাতা
একটি নতুন ক্লাবে ঢুকে পড়তে চলেছেন ঐশ্বর্যা। আর সেই ক্লাবের সদস্য তালিকায় আগে থেকেই রয়েছেন শাহরুখ, সলমন, হৃতিক, বরুণরা। কিন্তু কোন ক্লাব? আসলে পরবর্তী ছবিতে ডবল রোলে দেখা যাবে ঐশ্বর্যাকে। সুত্রের খবর, একটি থ্রিলার ছবিতে সই করেছেন নায়িকা। যেখানে ডবল রোলে রয়েছেন তিনি। ২০১৮-এর মাঝামাঝি থেকে শুরু হবে শুটিং। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঐশ্বর্যার বিপরীতে কোন নায়ক অভিনয় করবেন, তাও এখনও জানা যায়নি।এ ছাড়াও ‘রাত অউর দিন’-এর রিমেকে দেখা যেতে পারে ঐশ্বর্যাকে। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের মা অর্থাত্ নার্গিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হবে এই ছবি। যদিও দু’টি ছবির কোনওটি নিয়েই এখনও প্রকাশ্যে আসেননি ঐশ্বর্যা রাই বচ্চন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan