Breaking News
Home / TRENDING / ইডেনেই হতে পারে বিশ্বকাপের চার ম্যাচ

ইডেনেই হতে পারে বিশ্বকাপের চার ম্যাচ

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ । কিছুদিন আগেই তার ঘোষণা করেছেন সংস্থা । তাঁর প্রস্তুতি পর্বও চলছে জোরকদমে। শহর আগ্রহী ছিল এটা জানতে যে, ওয়ান ডে বিশ্বকাপের কোন ম্যাচ তারা পেতে চলেছে শেষ পর্যন্ত? সম্পূর্ণ নিশ্চিত করে লেখার উপায় এখনও নেই। কারণ এখনও সরকারি সিলমোহর পড়েনি । কিন্তু ওয়াকিবহাল মহলের গরিষ্ঠ অংশের ধারণা সত্যি হলে, ইডেন বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম‌্যাচ পেতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত তারই সম্ভাবনা সবচেয়ে প্রবল ভাবে রয়েছে।আগামী ২৭ মে ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভা বসছে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল উপলক্ষ‌্যে ভারতীয় বোর্ড কর্তারা সবাই এই মুহূর্তে আমেদাবাদে। ভারতীয় বোর্ডের ওয়াকিবহাল মহলের ধারণা, আসন্ন এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপ–দু’টো নিয়েই সম্ভবত একটা পরিষ্কার লেখচিত্র আগামী দু’একদিনে পাওয়া যাবে। এশিয়া কাপ শেষ পর্যন্ত কোথায় হবে, এখনও নিশ্চিত নয়। শ্রীলঙ্কা যাবে নাকি আরব আমিরশাহিতে টুর্নামেন্ট হবে, এখনও বলার উপায় নেই । তবে এই যুদ্ধে একটু এগিয়ে শ্রীলঙ্কা। কিন্তু বিশ্বকাপ নিয়ে একটা খসড়া পাওয়া যাচ্ছে।একটা সময় শোনা যাচ্ছিল যে, ইডেনে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। যেহেতু পাকিস্তানের পছন্দ তালিকায় কলকাতা ছিল চেন্নাইয়ের সঙ্গে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম‌্যাচ আমেদাবাদে হওয়ার সম্ভাবনা বেশি। ইডেনে সেক্ষেত্রে আসতে পারে দক্ষিণ আফ্রিকা ম‌্যাচ। তবে বিকল্প হিসেবে দৌড়ে আরও দু’টো ম‌্যাচ আছে। নিউজিল‌্যান্ড এবং ইংল‌্যান্ড। ইংল‌্যান্ড ম‌্যাচ পাওয়ার আশা ইডেনের খুবই কম। দক্ষিণ আফ্রিকা ম‌্যাচ পাওয়ার আশাই বেশি।

Spread the love

Check Also

আর ৩ বছর নয়, স্নাতকের সময়সীমা বেড়ে ৪ বছর, তারপরই সরাসরি গবেষণা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: স্নাতকের পঠন পাঠনের ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম। এবার আর তিন বছরে …

জুনে শুরুতেই গরম আরো বাড়ছে। জানেন, কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- আজ মাসের শেষ, জুনের শুরুতেই গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে …

জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, অভিযোগ তথ্য গোপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *