চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
নোলক আর অরিন্দমের অসমবয়সী প্রেম-দাম্পত্যের কাহিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিল খুব তাড়াতাড়ি। অল্প সময়েই বেশ সাড়া ফেলেছিল দর্শকমহলে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। এক বছর তিন মাসের মধ্যে বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর শুভদিনে এক দুঃসংবাদ দিলেন ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী। নিজের ফেসবুক প্রোফাইলে এই ধারাবাহিক বন্ধ হওয়ার বার্তা দেন তিনি এবং তার সঙ্গে শেষ দিনের শুটিংয়ের কিছু মুহূর্তও ভাগ করে নেন রাজ।
https://www.facebook.com/148102758595594/posts/pfbid0EGDRx1UNugmKtfVVx7iCBbtGGjpMb8qwyhBabDuh72VSgTYTtbEqEDTsKa45iLk8l/?mibextid=Nif5oz
এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর কৌশিক সেনকে দেখা গিয়েছিল ছোট পর্দায়। প্রেমের সম্পর্কের এক নতুন সংজ্ঞা নিয়ে এসেছিল এই ধারাবাহিক। কৌশিক সেন এবং সোমু সরকারের প্রেমে মজেছিলেন ভক্তরা। তবে শুরুর দিকে এই নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকলেও টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকতে পারল না এই ধারাবাহিক।
বছর ঘুরতে না ঘুরতেই শেষ করতে হল ‘গোধূলি আলাপ’। কৌশিক এবং সোমু ছাড়াও এই মেগায় বিভিন্ন চরিত্র ছিলেন সোহাগ সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, রোশনী ভট্টাচার্য সহ প্রমুখ। রাজ চক্রবর্তীর প্রযোজনায়, দীপ্তর পরিচালনায় গত বছর মার্চ মাস থেকে শুরু হয় এটি। এক অসমবয়সী প্রেমকে ঘিরেই আবর্তিত হয় ধারাবাহিকের গল্প।
তার অন্তিম লগ্নে এসে সকলেরই যে মুখ ভার, তা বলাই বাহুল্য। কিন্তু কথায় বলে সবকিছুরই শেষ রয়েছে। কাজেই সেটিকে মেনেই এবার শেষ সপ্তাহের শুটিং সারছেন ধারাবাহিকের চরিত্ররা। জানা যাচ্ছে গল্পটি যেমন সুন্দর ছিল, ঠিক ততটাই সুন্দর হতে চলেছে এটির অন্তিমপর্ব।