চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
ফের কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে এবার ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, ৩০ মে সুজয়কৃষ্ণকে ডাকা হয়েছে। এর আগে কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে তার দফতরেও। ইডি সূত্রে খবর, বেশ কিছু নথিও মেলে সেই তল্লাশি অভিযান থেকে, এরপরই এবার তাকে ডেকে পাঠাল ইডি।
তলবের নোটিস ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের বাড়িতে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। পূর্ব-ঘটনা ঘেটে দেখলে, কালীঘাটের কাকুর কথা প্রথম শোনা গিয়েছিল তাপস মণ্ডলের মুখে। তার আগে গোপাল দলপতির কথায় ইঙ্গিত মিলেছিল এই কালীঘাটের কাকু সম্পর্কে। এরপর নিয়োগকাণ্ডে একাধিক ধৃতের মুখ থেকে সুজয়কৃষ্ণের নাম উঠে আসে। তবে কে এই কালীঘাটের কাকু তা নিয়ে নানা মহলে যথেষ্ট আগ্রহ ছিল।
নিয়োগকাণ্ডে এই কালীঘাটের কাকুর ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই ডেকে পাঠিয়েছিল তাকে, জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। এরপরই কিছুদিন আগে ইডি হানা দেয় তার বেহালার বাড়ি ‘রাধারাণী’তে। প্রায় ১৫ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তাকে।
একটি সংস্থার সঙ্গে সুজয় ভদ্রের যোগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সেই সংস্থার নথিও তদন্তকারীদের চোখে এসেছে। অভিযোগ, প্রভাবশালী রাজনীতিক ব্যাক্তিদের সঙ্গে ওঠা-বসা সুজয়কৃষ্ণের। তিনি নিজেও দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news