ওয়েব ডেস্ক:
সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে নাম না করে পাক সন্ত্রাস নিয়ে উষ্মা প্রকাশ করলেন মোদী। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী মোদী বলেন, নিরাপত্তার বিষয়ে প্রতিবেশী সৌদি আরবকে নিয়ে উদ্বিগ্ন ভারত।
প্রসঙ্গত, একদিনের সফরে সৌদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেদেশের আরব নিউজ-কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, নিরাপত্তার ব্যাপারে প্রতিবেশীকে নিয়ে সৌদি আরবের মতো ভারতও উদ্বিগ্ন। তবে ভারতের প্রধানমন্ত্রীর মতে, জঙ্গিদমন, দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সৌদি আরব ও ভারত ঠিক পথে এগোচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে প্রতিবেশী ইয়েমেনের সঙ্গে সংঘাত চলছে সৌদি আরবের। এমনকী সৌদি তেল কোম্পানি অ্যারামকোর শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ওই হামলার পেছনে রয়েছে ইয়েমেননি হুথিরা। অন্যদিকে পাক জঙ্গিবাদ নিয়ে বহু বছর ধরে ব্যতিব্যস্ত ভারত। নাম না পাকিস্তানের এসব কথাই এদিন বলেন মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news