নিজস্ব সংবাদদাতা
বিমান সেবিকাকে তিন কোটি একুশ লক্ষ টাকা মূল্যের মার্কিন ডলার সহ গ্রেপ্তার করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্স। সোমবার রাতে হংকং থেকে দিল্লী ফিরছিল বিমানটি, তখনই গোপন সুত্রে খবর পেয়ে বিমান সেবিকাকে আটক করেন তারা। বিমানের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদে একটি ট্রাভেল এজেন্টের মালিকের কথা উঠে আসে যিনি এই পরিকল্পনার মাস্টারমাইন্ড বলে মনে করছেন ডিআরআই-এর কর্মকর্তারা। দিল্লীতে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিমান সেবিকাকে দিত সে। তারপর হংকং-এ কোনো একজনের কাছে সেই টাকা পৌছে দিত বিমান সেবিকা। অন্তত পক্ষে দশ জন ব্যবসায়ী সহ আরও কয়েকজন বিমান কর্মীকে এই ব্যাপারে আটক করা হয়েছে। তদন্তকারীরা বলেন বিমান সেবিকা গত এক মাস ধরে এই কাজটি করছে এবং মোট অর্থের এক শতাংশ পেত সে। যাতে সহজে স্ক্যানারে ধরা না পরে তাই ফয়েল পেপারে মুড়ে পাচার করা হত টাকা। বিমান সংস্থার মুখপাত্র ঘটনাটি নিশ্চিত করেন এবং বলেন, আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত উপর ভিত্তি করে, এয়ারলাইন এর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan