নিজস্ব সংবাদদাতা
ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। সুজুওয়াঁ প্রসঙ্গে এআইএমআইএম সুপ্রিমো আসাউদ্দিন ওবেসিকে একহাত নিলেন স্বামী। সোশাল মিডিয়ায় ট্যুইট করে তিনি বলেন ওবেসি কজন মুসলমান শহিদ হলেন তা গুনতে পারেন, আর যাঁরা ওই সেনাদের ওপর হামলা করছে তাঁরাও মুসলমান সেটা বোঝেন না। প্রসঙ্গত কাশ্মীরে সুজুওয়াঁয় জঙ্গি হামলা প্রসঙ্গে ওবেসি বলেন যাঁরা মুসলমানদের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের বলি সুজুওয়াঁয় শহিদ ৭জন সেনার মধ্যে ৫ জনই মুসলমান। ওবেসির এই মন্তব্যকে সমর্থন করেছে কংগ্রেস। তবে সেনার তরফে জানানা হয়েছে শহিদের ধর্ম নিয়ে রাজনীতি উচিত নয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan