নীল বণিকঃ
যে প্রথা সংখ্যালঘু সম্প্রদায় পালন করলে ‘অধিকার’ বলা হয়। একই প্রথা হিন্দু ধর্মানুলম্বীরা পালন করলে তা ‘হিংসার প্রতীক’ হয় কীভাবে? রাজ্য সরকারের এই দুমুখো নীতিকে প্রশ্ন করে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন পশ্চিমবঙ্গে রামনবমী পালন হবে পরম্পরা মেনেই। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের নিজস্ব পরম্পরা অনুযায়ী কয়েকটি অনুষ্ঠানে অস্ত্র নিয়ে মিছিলের রীতি আছে। তাতে রাজ্য সরকারের অসুবিধে হওয়ার কথা নয়। তাই রামনবমীর সকালে রাম ভক্তরা অস্ত্র হাতেই রাস্তায় নামবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, এদিন তৃণমূলের রামনবমী পালন নিয়েও কটাক্ষ করে দিলীপ বলেন, বিজেপিকে দেখে মমতা বন্দোপাধ্যায় এবার হিন্দু ধর্মের প্রথা মানবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan