নীল বণিকঃ
বিমল গুরুং কি গ্রেফতার হয়েছেন? নাকি ফের পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন তিনি? পাহার জুড়ে এখন এই জল্পনা তুঙ্গে। মাঝেমধ্যেই হাওয়ায় উড়ে চলে আসছে টুকরো খবর। তাতে আরও হাওয়া পাচ্ছে এই জল্পনা। শোনা যাচ্ছে, কাঠমাণ্ডু থেকে ৬০০ কিমি দূরের ইল গ্রাম থেকে গ্রেফতার হয়েছেন জিটিএ সুপ্রিমো বিমল গুরুং। এই প্রত্যন্ত গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি। তবে এখনই এই খবরের সত্যতা স্বীকার করছে না দার্জিলিং জেলা পুলিশ, সিআইডি ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ফলে ফের জল্পনা ছড়াচ্ছে পাহাড়জুড়ে। এর আগে মোর্চা নেতা রোশান গিরির গ্রেফতারি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। দিল্লির একটি হোটেল থেকে সিআইডি রোশান গিরিকে গ্রেফতার করেছে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকেই রোশান গিরিকে আর জনসমক্ষে দেখা যায়নি। সেই জল্পনার অবসান না হতেই ফের মোর্চা সুপ্রীমো বিমল গুরুংকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news