নিজস্ব সংবাদদাতা
তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানালেন রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারি। কানপুরেই আছেন তিনি। ভারত তো বটেই, শহর ছেড়ে অন্য কোথাও পালাবারও পরিকল্পনা নেই তাঁর বলে জানিয়েছেন কোঠারি। তিনি বলেন ‘আমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি। তবে তা ফেরত দিচ্ছি না সত্যি না। এদিকে এলাহাবাদ ব্যাঙ্কের রিকভারি এজেন্ট জানিয়েছেন কোঠারির সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা লোনের টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি সোমবার সকালে কোঠারির কানপুরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। গত কয়েকদিন ধরে কোঠারির সিটি সেন্টার রোডের অফিস বন্ধ রয়েছে। তারপরই রটে যায় নীরব মোদির মতোই চম্পট দিয়েছেন কোঠারি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan