নিজস্ব সংবাদদাতা
নীরব মোদির ধাক্কা কাটেনি এখনও, এরমধ্যেই
সামনে চলে এল আরেক আর্থিক কেলেঙ্কারি। এবার আর্থিক কেলেঙ্কারির দায়ে রোটোম্যাক কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারির বিরুদ্ধে চারটি ব্যাঙ্ক থেকে ৮৩৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এরমধ্যে এলাহাবাদ ব্যাঙ্কের কানপুর ব্রাঞ্চ থেকে ৩৫২কোটি টাকা এবং ব্যাঙ্ক অফ বরোদা, ইউবিআই আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের থেকে ৪৮৫ কোটি টাকা নিয়েছেন তিনি। কানপুরের বাসিন্দা বিক্রম কোঠারিকে গত তিনদিন ধরে খুঁজছে সিবিআই। তাঁর সন্ধানে নাগপুর, কানপুর ও মুম্বাইতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পেন কোম্পনির মালিককে খুজে না পেতেই অবশেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও একটি বিশেষ মহল দাবি করছে নীরব মোদির মতোন বিক্রম কোঠারিও দেশ ছেড়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan