Breaking News
Home / TRENDING / সনিয়ায় ফিরল কংগ্রেস, কংগ্রেসে কি ফিরবে স্বমহিমায়? প্রশ্ন রাজনৈতিক মহলে

সনিয়ায় ফিরল কংগ্রেস, কংগ্রেসে কি ফিরবে স্বমহিমায়? প্রশ্ন রাজনৈতিক মহলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সনিয়ার নিজেকে পূর্ণ সময়ের সভাপতি ঘোষণা করা। কিংবা রাহুলের সভাপতি পদে ফের বসার ইঙ্গিত দেওয়াতেই কী হাল ফিরবে সর্বভারতীয় কংগ্রেসের? শনিবার এআইসিসি-র বৈঠকের এমনটাই আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতির কারবারিদের মধ্যে। ”আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি।” ৯ মাস পরে কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকে এই ঘোষণা করেছেন সনিয়া গাঁধী। শনিবার বৈঠকের শুরুতেই সনিয়া জানিয়ে দিয়েছেন, কংগ্রেসে তিনিই পূর্ণ সময়ের জন্য সভাপতি। জি-২৩ তথা কংগ্রেসের বিদ্রোহী নেতারা এই বৈঠকের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন পূর্ণ সময়ের সভাপতির। অবশেষে সেই বহু প্রতীক্ষিত বৈঠক হয়ে শনিবার। তিনি বলেন, ”সমগ্র সংগঠনই কংগ্রেসের প্রত্যাবর্তন চায়। কিন্তু এর জন্য দলগত ঐক্য থাকা প্রয়োজন। দলের প্রয়োজনীয়তাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা, এর জন্য আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা।”

সানিয়ার এমন অতি সক্রিয়তাকে রাজনৈতিক মহল উত্তরপ্রদেশ ভোটের আগে দলকে চাঙ্গা করে ভাঙন রোধের পদক্ষেপ হিসেবেই দেখছেন। কারণ, সম্প্রতি বরিষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেছিলেন, কংগ্রেসের কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। পাশাপাশি গুলাম নবি আজাদের মতো নেতারা সভাপতি হিসেবে স্থায়ী কাউকে চেয়ে বার বার দাবি জানাচ্ছিলেন। মনে করা হচ্ছে, সেই খোঁচারই পালটা জবাব দিলেন সনিয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তাই নিজেকে নেতৃত্বে ফেরানোর বার্তা দিয়েই ২০০৪ সালের পুনরাবৃত্তি করতে চাইছেন কংগ্রেস সভানেত্রী।

বিক্ষুব্ধ নেতাদের নিশানা করে সনিয়া বলেছেন, ‘‘আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?’’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোট কংগ্রেস নেতৃত্বের কাছে ‘অ্যাসিড টেস্ট’ হতে চলেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল। তার পর থেকে দলের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সনিয়া। ওই পদে স্থায়ী ভাবে রাহুলকে চেয়ে ইতিমধ্যেই দলের অন্দরে আর্জি জানিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন পঞ্জাব, রাজস্থান ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট এবং চরণজিৎ সিং চন্নী , প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। কংগ্রেসের একটি সূত্রের দাবি, রাহুলই জানিয়েছেন, পুনরায় দলের সভাপতি পদে ফিরে আসার বিষয়ে ভাবনাচিন্তা করবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *