নিজস্ব সংবাদদাতা
শ্রীদেবীর মৃত্যুর খবর দেশে পৌঁছনোর পরই মুম্বইয়ে তাঁর বাড়ি ‘গ্রিন একর্স’ এর সামনে ভিড়। মিডিয়া, ফ্যান এবং পুলিশের আনাগোনা। কিন্তু কবে শেষবারের জন্য দেশে ফিরবেন শ্রী? জল্পনার পর জল্পনা। আসলে আরবে মৃত্যু হওয়ায় শ্রীদেবীর দেহাবশেষ দেশে আনার প্রক্রিয়া জটিল হয়ে দাঁড়িয়েছে। ময়না তদন্ত হয়ে গেলেও তার রিপোর্ট এখনও হাতে আসেনি। পোস্ট মর্টমের রিপোর্ট হাতে পাওয়ার পরই তাঁর ডেথ সার্টিফিকেট জারি করা হবে। তারপর শ্রীদেবীর দেহ ‘এনবামিং’ বা সংরক্ষণের জন্য পাঠানো হবে। এরজন্য দেড় ঘন্টা লাগবে। এরপর দুবাই পুলিশের তরফে তাঁর পাসপোর্ট ক্যান্সেল করা হবে। এরপরই শ্রীদেবীকে বিমানবন্দরে নিয়ে আসা হবে। সেখানে গতকাল দুপুর থেকেই অপেক্ষায় রয়েছে অনিল অম্বানির পাঠানো প্রাইভেট জেট। তাতেই স্বামী ও ছোট মেয়ের সঙ্গে শেষবারের মতো দেশে ফিরবেন সকলের আদেরে ‘চাঁদনি’। এরপরই তাঁর দেহাবশেষ গ্রিন একর্সে নিয়ে আসা হবে। সেখান থেকেই শেষযাত্রায় যাবেন শ্রী। তবে পোস্ট মর্টমের রিপোর্ট এখনও হাতে না আসায় কখন শ্রীদেবীকে নিয়ে বিমান দেশে ফিরবে তা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা হাসপাতালের ডাক্তার ও পুলিশের সঙ্গে বৈঠক করছেন যাতে তাড়াতাড়ি দেহ হস্তান্তর হতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan