নিজস্ব সংবাদদাতা
সোমবার ত্রিপুরার ৬টি পোলিং বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ভোটিং মেশিনে গন্ডগোলের অভিযোগের পর ত্রিপুরার ধানপুর, সোনামুড়া, তেলিয়ামুড়া, কদমতলা কুর্তি, আম্পিনগর এবং সব্রুম বিধানসভা ক্ষেত্রে রিপোলিংয়ের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টি তে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। চারিলাম বিধানসভা ক্ষেত্রের বামপন্থী প্রার্থীর মৃত্যু হওয়ায় এখানে ১২ মার্চ নির্বাচন হবে।
২৭ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news