ঈষাণিকা ভোরাই :
“ডি এ” নিয়ে লড়াই পৌঁছেছে আদালতের দরজায়। তবে তাতে কিন্তু থেমে নেই রাজ্য সরকারি কর্মীদের ছুটি পাওয়ার সিলসিলা। কেউ কেউ বলেন, কারনে অকারণে ছুটি পাইয়ে দিয়ে আসলে “ডি এ” চাওয়ার দাবিকেও একপ্রকার ছুটিতে পাঠানোর বন্দোবস্ত করার চেষ্টায় আছে রাজ্য সরকার। তবে এবারের চার দিনের ছুটি কিন্তু অনেকটাই ক্যালেন্ডারের কল্যাণে। খোলসা করে বলা যাক। বৃহস্পতিবার ‘দোলে’-র ছুটির পর শুক্রবার রয়েছে ‘হোলি’-র ছুটি। তারপরের দু-দিন, শনি ও রবিবার, স্বাভাবিক ক্যালেন্ডারের নিয়মে ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ফলে বৃহস্পতিবার থেকে রবিবার; টানা চারদিনের জন্য রং এর উৎসবে মাতার সব পরিকল্পনা করে নিতেই পারেন রাজ্য সরকারি কর্মীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan