Home / TRENDING / কলকাতার বুকে হোম ডেলিভারি নিয়ে জালিয়াতি, তদন্তে পুলিশ

কলকাতার বুকে হোম ডেলিভারি নিয়ে জালিয়াতি, তদন্তে পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পার্কস্ট্রিটের (Park Street) একটি রেস্তরাঁ থেকে হোম ডেলিভারির (Home Delivery) নাম করে জালিয়াতি। এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা তুলে নিল ৩২ হাজার টাকা। এই বিষয়ে দক্ষিণ কলকাতার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে খবর এক ব্যক্তি অভিযোগকারীকে ফোন করে নিজেকে পার্কস্ট্রিটের একটি নামী রেস্তরাঁর ম্যানেজার বলে পরিচয় দেয়। বলা হয় রেস্তরাঁর তরফ থেকে হোম ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। এখন দশ টাকা দিয়ে বুক করলে পরের দিন খাবারের অর্ডার দেওয়া যাবে। বাড়িতে পৌঁছে যাবে খাবার। নেতাজি নগরের ওই বাসিন্দা রাজি হলে তাঁর মোবাইলে ওই ব্যক্তি একটি লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে ক্লিক করা মাত্র দুই হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে চলে যায়।

তিনি ওই ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানালে সে জানায়, ভুল হয়ে গিয়েছে। টাকা ফেরত দেওয়ার নাম করে অন্য একটি লিঙ্ক তাঁকে পাঠানো হয়। ওই লিঙ্কে ক্লিক করার পরই তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৩২ হাজার টাকা। এর পরই তিনি নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের ধারণা, এর পিছনে রয়েছে জামতাড়ার গ্যাং। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *