নীল বণিক
পঞ্চায়েত ভোটের প্রচারে দলের হিন্দুমুখের নেতাদের উপর ভরসা রাখতে চায় দিল্লি। তার জন্য কেন্দ্রীয় নেতারা অারও বেশি করে এই রাজ্যে হিন্দু মুখের নেতাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অাদিত্যনাথ থেকে শুরু করে গিরিরাজ সিংহ, স্বাক্ষী মহারাজের মতন নেতারা পঞ্চায়েত ভোটের প্রচারে অাসছেন। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই তারা রাজ্যে প্রচারে অাসবেন বলে দিল্লি সূত্রের খবর। বিজেপির কেন্দ্রীয় নেতারা ভালো করেই জানেন ২০১৯ সালে তাঁদের কাছে অ্যাসিড টেস্ট পঞ্চায়েত ভোট। সেই ভোট দলের কেন্দ্রীয় নেতারা কোনও মতেই হাল্কা ভাবে নিতে রাজি নন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan