চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মারা গেলেন হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ। রবিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জীবনের বেশিরভাগ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন তিনি। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত কয়েক বছরে সংঘের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তপন ঘোষের। তারপর থেকেই হিন্দু সংহতি নামে সংগঠন গড়ে নিজের মতো করেই কাজ শুরু করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত হিন্দুত্ববাদে বিশ্বাস রাখলেও আর সংঘের সঙ্গে যুক্ত হননি।
Shocked to learn about the demise of Shri Tapan Ghosh, dedicated his life for the Hindu cause. My condolences to his near and dear ones. Om Shanti. pic.twitter.com/3kSAEH9uG0
— Mukul Roy (@MukulR_Official) July 12, 2020
আরএসএসের (RSS) প্রচারক হওয়ার পাশাপাশি বজরং দলের সর্বভারতীয় সভাপতি দায়িত্ব সামলেছিলেন এই হিন্দুত্ববাদী নেতা। কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যার জেনে সরে এসে হিন্দু সংহতি (Hindu Sanghati) গড়ে গত কয়েক বছর ধরে নানা বিতর্কে জড়িয়ে ছিলেন তপন ঘোষ। কয়েক বছর আগেই বিশ্বস্তঊ অনুগামী দেবতনু ভট্টাচার্যর হাতে হিন্দু সংহতির দায়িত্ব তুলে দেন তিনি। সিংহবাহিনী নামে একটি সংগঠন গড়ে কাজ শুরু করেন। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই আজ মারা যান তিনি। মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপি (BJP) নেতা মুকুল রায়, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, হুগলির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news