Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে মারা গেলেন হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ। রবিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জীবনের বেশিরভাগ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন তিনি। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বে গত কয়েক বছরে সংঘের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তপন ঘোষের। তারপর থেকেই হিন্দু সংহতি নামে সংগঠন গড়ে নিজের মতো করেই কাজ শুরু করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত হিন্দুত্ববাদে বিশ্বাস রাখলেও আর সংঘের সঙ্গে যুক্ত হননি।

আরএসএসের (RSS) প্রচারক হওয়ার পাশাপাশি বজরং দলের সর্বভারতীয় সভাপতি দায়িত্ব সামলেছিলেন এই হিন্দুত্ববাদী নেতা। কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যার জেনে সরে এসে হিন্দু সংহতি (Hindu Sanghati) গড়ে গত কয়েক বছর ধরে নানা বিতর্কে জড়িয়ে ছিলেন তপন ঘোষ। কয়েক বছর আগেই বিশ্বস্তঊ অনুগামী দেবতনু ভট্টাচার্যর হাতে হিন্দু সংহতির দায়িত্ব তুলে দেন তিনি। সিংহবাহিনী নামে একটি সংগঠন গড়ে কাজ শুরু করেন। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই আজ মারা যান তিনি। মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপি (BJP) নেতা মুকুল রায়, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, হুগলির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা প্রমুখ।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *