নীল বণিক
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কার্যত ধুন্ধুমার কান্ড ঘটালেন এক বৃদ্ধ। বিচাৱেৱ দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে ঢুকে পড়েন বেহালা চৌরাস্তার বাসিন্দা শঙ্কর মাঝি নামে এক বৃদ্ধ। এখানেই শেষ নয়। এরপর পকেট থেকে একটি পেট্রোল ভর্তি শিশি বের করে আত্মহত্যার হুমকি দেন তিনি। এমনকী গায়ে পেট্রোলও ঢেলে দেন শঙ্করবাবু। পরিস্থিতি বেসামাল দেখে প্রধান বিচারপতি শঙ্করবাবুকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন পুলিশকে। বিচারপতির নির্দেশে সঙ্গে সঙ্গে কোর্ট থেকে ওই বৃদ্ধকে বের করে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছুক্ষণ। এরপরেই জানা যায় ঘটনার আসল রহস্য। ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। শঙ্কর মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে গোলমাল বাধে এক প্রোমোটারের। এমনকী সেই জল নিম্ন আদালত পর্যন্ত গড়ায়। সেখানে মামলা হেরে গেলে তিনি হাইকোর্টের দ্বারস্ত হন। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। তবে, সেখানেও মামলাটি হেরে যান শঙ্করবাবু। ধৈর্য্য হারিযে ফেলেন শঙ্করবাবু। এরপরেই হাইকোর্ট চত্বরে কার্যত নাটক চলতে থাকে। তবে এমন ঘটনায় হতবাক সকলেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news