ওয়েব ডেস্ক
প্রয়াত প্রাক্তন কংগ্রেস বিধায়ক জ্ঞানসিং সোহনপাল। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে চাচা নামেই পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন চাচা। মঙ্গলবার চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর ষেশকৃত্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানসিং সোহনপালের মৃত্যুতে, কংগ্রেস নেতা সোমেন মিত্র জানান, ‘‘তাঁর মৃত্যুতে কংগ্রেসে এক শূণ্যতার সৃষ্টি হল। ভবিষ্যতে তা পূরণ হবে না। এমন মৃদ্যুভাষী, বন্ধুসুলভ মানুষ রাজনীতিতে খুবই কম পাওয়া যায়।’’ অন্যদিকে তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘এই মুহুর্তে কথা বলার মতো অবস্থায় নেই।’’
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন