ওয়েব ডেস্ক
বিসর্জন মামলায় কলকাতা হাইকোর্টে ব্যাকফুটে রাজ্য সরকার। দশমী থেকে প্রতিদিনই রাত ১২টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। এমনকি মহরমের দিনও প্রতিমা বিসর্জন দেওয়া যাবে বলে জানানো হয় হাইকোর্টের তরফে।
মহরমের কারণে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন একাদশীর দিন বন্ধ রাখার নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই এদিন কলকাতা হাইকোর্টে সাফ জানিয়ে দেয় যে, ‘‘রাজ্য তার ক্ষমতার ব্যবহার করতে পারে। কিন্তু আমরা ক্ষমতার যথেচ্ছ প্রয়োগের অনুমতি দিতে পারি না।’’
মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেন, রাজ্য সরকারকে ধাপে ধাপে এগোতে হবে। কোনও জমায়েত থেকে হিংসা ছড়ালে প্রথমে জল কামান ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে তবেই লাঠিচার্জ করা যেতে পারে। প্রথমেই গুলি চালাতে পারে না রাজ্য সরকার। কিন্তু বিসর্জনের ওপর নিষেধজ্ঞা জারি করে শেষ পদক্ষেপই প্রথমে নিয়ে নিয়েছে রাজ্য সরকার। এরপরেই রাজ্যকে তোপ দেগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘আপনারা খুবই ক্ষমতাবান, কিন্ত ক্যালেন্ডারকে কি থামাতে পারেন? পারেন চাঁদের গতি নিয়ন্ত্রণ করতে?’’
অপরদিকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয় পুলিশ আধিকারিকদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan