মধুমন্তী :
প্রকাশ্যে আসল ‘হাসিনা পরকর’ ছবির টিজার। ছবিটি মূলত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পরকর-এর জীবনকে কেন্দ্র করে তৈরি। যেখানে হাসিনা’র চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে এবং দাউদের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ কাপুরকে। এক মিনিটের এই টিজারে নজরে আসবে মুম্বই-এর অন্ধকার দিক গুলো।
এদিন টিজার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শ্রদ্ধা টুইট করেন সেই ভিডিয়ো। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ১৮ অগস্ট।
দেখুন সেই টিজার।