ওয়েব ডেস্ক :
পাহাড়ে আগুন, যে আগুন লেগেছে সপ্তাহখানেক হয়ে গেল। আজ পাহাড়ে গুলিতে মারা গেল এক মোর্চা সমর্থক। কিন্তু মোর্চা নেতা বিনয় তামাং জানাচ্ছেন, এক নয় মারা গেছেন দুই মোর্চা সমর্থক। আজ ধুন্ধুমার কাণ্ড ছিল প্রায় গোটা পাহাড় জুড়েই। মিছিল আর আন্দোলনে স্তব্ধ।
দেখুন সঙ্গের ভিডিয়ো।