ওয়েব ডেস্কঃ
ভোটে দাঁড়াতে পারবেন না হার্দিক প্যাটেল।
শেষ পর্যন্ত প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামা হচ্ছে না সদ্য কংগ্রেসে যোগ দেওয়া তরুণ নেতার। গুজরাট হাইকোর্টের রায়ের বদলে গেল তাঁর ভোটের ভবিষ্যৎ।
গুজরাটে পতিদার আন্দোলনের মুখ হার্দিক প্যাটেল ইতিমধ্যেই রাজ্যে তো বটেই রাজ্যের বাইরে কানহাইয়া কুমারের হয়েও প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে শুক্রবার গুজরাট হাইকোর্টের রায়ে বদলে গেলো হার্দিকের রাজনৈতিক অবস্থান।
উল্লেখ্য, ২০১৫ সালে মেহসেনার সংঘর্ষের ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন হার্দিক প্যাটেল। ওই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন হার্দিক। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল আদালত। ফলে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার কারণে তিনি আর ভোটে লড়াই করতে পারবেন না।