নীল বণিক
১৮ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত রাজ্যের সবকটি ব্লকে হনুমান জয়ন্তী পালন করা হবে। তবে কলকাতার বিশ্বহিন্দু পরিষদের রাজ্য অফিস সহ কলেজস্ট্রীটে বড় করেই হনুমান জয়ন্তী পালন করবে হিন্দু সংগঠনটি। দিল্লি থেকে হনুমান জয়ন্তী পালনের নির্দেশ আসার পরেই তা পালন করতে ময়দানে নেমে পড়েছে বিশ্বহিন্দু পরিষদ সহ বজরং দলের নেতারা। রাজনৈতিক মহলের বক্তব্য, মার্চ মাসে রাজ্য জুড়ে চলবে পঞ্চায়েত ভোটের প্রচার। অার তার মধ্যেই হনুমান জয়ন্তী নিয়ে বিশ্বহিন্দু পরিষদের সক্রিয়তাকে যথেষ্ট চাপে রাখবে মমতার সরকারকে। এর আগে বিশ্বহিন্দু পরিষদকে রামজয়ন্তী উৎসব পালন করতে দেননি মমতার পুলিশ। এবার যদি হনুমান জয়ন্তীতে একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে পঞ্চায়েত ভোটের আগে হিন্দু বিরোধী তকমা লাগবে মমতার প্রশাসনের গায়ে। অার তাহলে পঞ্চায়েত ভোটে বাড়তি সুবিধে পাবে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan