নিজস্ব সংবাদদাতা :
ডিফেন্ডারদের ভুলে গোল হজম। যা নিয়ে রীতিমত দুশ্চিচিন্তায় খালিদ। চেন্নাই সিটি–র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার ২৪ ঘন্টা আগে রক্ষণ নিয়ে আলাদা করে প্র্যাকটিস হল। খালিদের পাশাপাশি দলের অধিনায়কও এ বিষয়টা নিয়ে চিন্তিত। বলেন, ‘আমরা জিতছি। তবে ম্যাচের অন্তিম লগ্নে গোল হজম করছি। সেটা নিজেদের বোঝাপড়ার জন্য হোক, কম্বিনেশনের অভাবের জন্য হোক, কিংবা অন্য কোনও কারণে। যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল শুধরে নিতে হবে।’
যত তাড়াতাড়ি শোধরানো যায়, ততই মঙ্গল। কারণ, গতবার এই চেন্নাইয়ে হোঁচট খেতে হয়েছিল। সেটা মাথা রেখেই সতর্ক লাল–হলুদ ফুটবলাররা। অর্ণব তো বলেই দিচ্ছেন, ‘আই লিগে ছোট–বড় দল বলে কিছু নেই। সবাইকেই সমান গুরুত্ব দিতে হবে। ঘরের ম্যাচে দুটো ম্যাচ জিতেতে পেরেছি। এখানেই থেমে থাকলে হবে না। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।’ চেন্নাই ম্যাচ জিতে সমর্থকদের ক্রিস্টমাসের উপহার দিতে চান প্লাজা, এডুরা।
ধারাবাহিকতা ধরে রাখতে উইনিং কম্বিনেশনে কোনও বদল আনতে নারাজ খালিদ। ১৮ জনের দল নিয়ে আজ সকালের উড়ানে চেন্নাই উড়ে যাওয়ার কথা টিমের। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন মণীশ বন্দ্যোপাধ্যায়। ডার্বি বাদ দিলে চলতি মরশুমে ২২ তারিখের ম্যাচটাই ধরতে গেলে প্রথম অ্যাওয়ে ম্যাাচ। দুপুরের বিমানে শীর্ষকর্তা নীতু সরকার চেন্নাই যাবেন। অ্যাওয়ে ম্যাচের কিটস নিয়ে এদিন প্র্যাকটিসের পর তঁাবু ছাড়েন ফুটবলাররা।
বাগান কোচ সঞ্জয় সেন গোল হজম নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলতেই অর্ণবের বলেন, ‘ওঁর মনে হয়েছে, তাই বলেছেন। আমরা অন্য টিম নিয়ে ভাবি না। নিজের টিম নিয়েই ফোকাস করছি।’ কোয়াম্বাটুরের মাঠ ইস্টবেঙ্গলের কাছে অপরিচিত। যা নিয়ে একটু চিন্তা রয়েছে শিবিরে। তাও মানলেন বেহালার অর্ণব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan