নীল বণিক :
এবারে তৃণমূল সুপ্রিমোকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মোর্চা সুপ্রিমো। এক অডিও বার্তার মাধ্যমে বিমল গুরুং জানান যে, আগামী ৩০ অক্টোবর পাহাড়ের রাস্তাতে ফের নামতে চলেছেন তিনি। তবে, অক্টোবরের মাঝামাঝি সময়ে মোর্চা সুপ্রিমো অন্তরাল ছেড়ে বেড়োতে চান। তারপরেই মোর্চা কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপরেই ফের পাহাড়ের রাস্তাতে নামবেন বিমল গুরুং। অডিও বার্তার মাধ্যমে এমনি বার্তা পাঠিয়েছেন বিমল গুরুং।
বিমল গুরুঙ্গের এই পাঁচ মিনিটের অডিও বার্তা এখন পাহাড়ের সব মোর্চার মোবাইলে ঘুরছে।
বিমলের এই অডিও বার্তা দেখেছেন বিনয় তামাং পন্থীরাও। গুরুংয়ের এই হুমকিতে গভীর চিন্তায় বিমল তামাং ও অনিত থাপা জুটি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan