নীল বণিক
রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতার রাজপথে নামতে চলেছে বিশ্বহিন্দু পরিষদ। আগামী ১৪ই অক্টোবর উত্তর চব্বিশ পরগনার ডানলপ মোড় থেকে কলকাতার শ্যামবাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করছে বিশ্বহিন্দু পরিষদের রাজ্য নেতৃত্ব। রোহিঙ্গা মুসলিমরা দেশের অভ্যন্তরীন নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট বিপদ জনক। তাদের সঙ্গে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। এমনকি হায়দরাবাদ পুলিশের হাতে বিগত মাসেই এক রোহিঙ্গা জঙ্গি গ্রেফতার হয়েছে। ধৃত জঙ্গির কাছ থেকে উত্তর দমদম পুরসভার ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়। এই ভুয়ো পরিচয় পত্র ব্যবহার করে ভারতীয় নাগরিকের পরিচয় পত্র তৈরি করেছিলেন ওই জঙ্গি। সেই রোহিঙ্গাদের যদি রাজ্যে থাকার অনুমতি দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলেই মনে করেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ সৌরাশিষ মুখোপাধ্যায়। তাই রাজ্যের মানুষের মধ্যে রোহিঙ্গাদের আসল রূপ তুলে ধরতেই এই মিছিলের আয়োজন করেছে সংগঠন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan