ওয়েব ডেস্ক :
প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সম্ভবত আগামী ২৩ অক্টোবর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এজলাসে এই মামলার শুনানি হবে।
শেখ হাফিজুল সহ ৭০ জন ডিএলএড কোর্স সম্পন্ন ছাত্রছাত্রীরা মামলা করেন। তাঁদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান,২০১৫-১৭ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্স সমাপ্ত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা পরীক্ষায় বসতে পারেননি। জুলাই-এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হয়নি। যার কারণে তারা সংশাপত্র না পাওয়ায় নয়া প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারছেন না।
ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন (এনসিটিই)-র গাইডলাইন অনুয়ায়ি, দু’বছরের ডিএলএড কোর্সে ভর্তির পর রেজিস্ট্রেশন হয়ে গেলে ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু, সেক্ষেত্রে পর্ষদ তাদের সেই অনুমতি দেয়নি। পর্ষদের বক্তব্য, তাঁরা NCTE-র গাইডলাইন মেনে চলছে। সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি দিতে পারবে না বলেও জানান হয়।
প্রসঙ্গত, চলতি মাসে প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে টেট সক্রান্ত নিয়মাবলির কথা ঘোষণা করেন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন ছাত্র-ছাত্ররা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan