নীল বণিক
অকাল হোলি রাজ্য বিজেপির অফিসে। গুজরাত ও হিমাচল প্রদেশ জয়ের অানন্দে সকাল সকাল বাজি পটকা ফাটিয়ে বিজেপির কর্মীরা আনন্দে মেতে ওঠেন। দলের রাজ্য সদর দফতর জুড়ে কর্মীদের মধ্যে চলে মিষ্টিমুখ। এমনকি মুরলীধর সেন লেন জুড়ে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান বিজেপির কর্মীরা। দুই রাজ্যের জয়ের অানন্দে মাতেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসক দলকে কটাক্ষ তরে তিনি বলেন, গুজরাতের ফলাফলের প্রভাব সবংয়েও পড়বে। এরাজ্যেও অাগামী দিনে পরিবর্তন আসছে বলে জানান বিজেপির রাজ্যসভাপতি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan