নিজস্ব সংবাদদাতা :
বাগানে শুরু হয়েছে অভিনব টিম মিটিং। যা চলতি মরশুমে অধিনায়ক সনি নর্ডির মস্তিস্কপ্রসূত। সব ম্যাচের আগে সবুজ–মেরুন ফুটবলাররা নিজেদের মধ্যে কোচকে ছাড়াই মিটিং করছেন। সেখানে দলের স্ট্র্যাটেজি, কার কী ভূমিকা, তা নিয়ে আলোচনা হয়। সাধারণত যে মিটিং ম্যাচের আগেরদিন হয়। অধিনায়ক সনি বলেছে কথা। সকলে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
অপরদিকে, চোটগ্রস্থ লাগা সনি, ক্রোমা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এ দিন বল নিয়ে টিমের সঙ্গে প্র্যাকটিস না করে দুজনেই ফিিজও অভিনন্দন চ্যাটার্জির কাছে ফিটনেস ট্রেনিং করেছেন, দৌড়েছেন। সবকিছু ঠিকঠাক চললে মঙ্গলবার নেরোকা এফসি–র বিরুদ্ধে দলে ফিরতে পারেন দু’জনেই। সনি নিজেই মরিয়া ম্যাচটা খেলার জন্য।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan