নিজস্ব সংবাদদাতা
বিশ্বের যেকোনও প্রান্তে থাকা নির্যাতিত হিন্দুদের ভারতে আসার আহ্বান জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ত্রিপুরাতে স্বামী বিবেকানন্দ ময়দানে হওয়া একটি অনুষ্ঠানে এসে একথাই বলেলন সরসঙ্ঘচালক। ত্রিপুরায় তাঁর চার দিনের সফরে এসে তিনি বলেন, “হিন্দুরা সত্যে বিশ্বাসী হলেও পৃথিবী বিশ্বাস করে শক্তিতে।” তাই সকল হিন্দুকে এক জোট হয়ে এক শক্তিশালি সংঘ গড়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে ভারতীয় সমাজে প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম অনুশীলন করার অধিকার রয়েছে। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা রাখাও দরকার। তিনি হিন্দুদের সংগঠিত ও প্রশিক্ষিত করার জন্য আরএসএস-এর “শাখায়” বা দৈনিক মিটিং-এ আহ্বান জানান। তাঁর কথা মত, সঙ্ঘের শাখাই একমাত্র স্থান যেখানে জাতির গঠন এবং স্বনির্ভরতার জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan