মধুকল্পিতা চৌধুরী
:
কংগ্রেস বিধয়ক না পণবন্দি? বোঝা কঠিন। যে চুয়াল্লিশ জন বিধায়ককে বেঙ্গালুরুতে এতদিন রেখে দিয়েছিলেন সনিয়া-রাহুলের ম্যানেজাররা, সোমবার তাঁদের গুজরাটে ফেরালেও তাঁদের বাড়ি যেতে দেওয়া হয়নি। আজ, মঙ্গলবার, গুজরাত বিধানসভার রাজ্যসভা ভোট মেটার পর তাঁদের ছুটি। গুজরাত কংগ্রেসের ছোট বড় সকলেই বলছেন, বুঝতেই তো পারছেন, ম্যাডামের সম্মানের প্রশ্ন! নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মরিয়া কংগ্রেস এখন লাজ-লজ্জা জলাঞ্জলি দিয়েছে বলেই মনে করছেন সদ্য কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা সুন্দরসিন বাগেলা। এখন শেষ সম্বল বাঁচাতে ৪৪ জন বিধায়ককে আমেদাবাদের একটি রিসর্টে কার্যত বন্দি রাখার সিদ্ধান্তকেও লজ্জাজনক ও হাস্যকর মনে করছেন তিনি।
মঙ্গলবারের রাজ্যসভা ভোটে গুজরাত থেকে সনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলকে জেতানোই এখন মূল লক্ষ্য কংগ্রেসের। এই লক্ষ্যপুরণে কোনও কিছু করতেই আর পিছপা হচ্ছে না কংগ্রেস হাইকম্যান্ড। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলাকে রীতিমত ভয় পাচ্ছে তারা। বাঘেলা সহ ছয় বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। রাহুলের নেতৃত্বে অনাস্থা দেখিয়ে বাঘেলার মত অভিজ্ঞ রাজনীতিক বিজেপিতে যোগ দেওয়ার পর আরও ভাঙনের আশঙ্কা থেকেই আজ কার্যত ধরে বেঁধে চুয়াল্লিশ জন বিধায়ককে ভোট দেওয়াবার ব্যবস্থা করেছে কংগ্রেস। যদিও তাঁদের ব্যাপারে একেবারেই নিশ্চিত নয় কংগ্রেস শিবির। গতকাল, সোমবার, সেই ছবিটা আরও পরিস্কার ফুটে উঠেছিল আমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমান বন্দরে। কংগ্রেস বিধায়কদের বিমান থেকে নামার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বিমানবন্দর চত্ত্বর। পুলিশ কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বও। একজন ডিএসপি, ৪জন এসপি, ৪ জন ইন্সপেক্টর ও ৯৫ জন সশস্ত্র পুলিশ কর্মী বিধায়কদের পৌছে দেন রিসর্টে। গুজরাত বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক শৈলেশ পারমার জানিয়েছেন, শাসক দল ক্রমাগতই কংগ্রেস বিধায়কদের হুমকি দিচ্ছেন। সেকারণেই নিরাপত্তা বলয়ে রাখা হচ্ছে তাঁদের। সূত্রের খবর, বিমানবন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট হলেও মঙ্গলবারের ভোট না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না কংগ্রেস শিবির। আর এখানেই স্পষ্ট নিজেদের অস্তিত্ব ধরে রাখতে প্রাণপণে চেষ্টা করছেন কংগ্রেস শিবির। এত করেও কী কংগ্রেস ধরে রাখতে পারবে গুজরাত বিধানসভায় রাজ্যসভা! এখন সেটাই লাখ টাকার প্রশ্ন কংগ্রেস নেতৃত্বর কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news