Breaking News
Home / TRENDING / সৌরভ আর লক্ষ্মণকে কৌশলে ছাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার রবি শাস্ত্রী

সৌরভ আর লক্ষ্মণকে কৌশলে ছাঁটলেন ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার রবি শাস্ত্রী

ওয়েব ডেস্ক:

ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ভরত অরুণ, ডেপুটি সঞ্জয় বাঙ্গার। শ্রীলঙ্কা সফরে কোর টিম নিয়েই কোচিংজীবন শুরু করতে চলেছেন রবি শাস্ত্রী। কোচ হয়েই তিনি ভারতীয় ক্রিকেট দলে সচিনের ক্রিকেট-মেধা ব্যবহারের জন্য ক্রিকেটের ঈশ্বরকে চেয়ে নিলেন। কেন! যেখানে পরামর্শদাতা কমিটিতে সচিন ছাড়াও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভি ভি এস লক্ষ্মণের মতো ক্রিকেটারও। অন্য দু’জনকে বেমালুম উপেক্ষা করে সচিনকেই চাইলেন ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার! এমনকী সৌরভ, লক্ষ্মণের নাম মুখেই আনেননি তিনি!
সচিন তেন্ডুলকরের পরামর্শেই রবি শাস্ত্রী দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। সচিনের সদর্থক ভূমিকার জন্যই রবি শাস্ত্রী কোচও হলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপছন্দ থাকলেও সচিনের ইচ্ছের কাছে হার মানতে হল। সৌরভ, লক্ষ্মণেরা চেয়েছিলেন রাহুল দ্রাবিড় আর জাহির খানকে কোচিং স্টাফ হিসেবে জুড়ে দিতে। সেখানেও ভাবনাটা ভাবনাই থেকে গেল। আর বাস্তবায়িত করতে পারলেন না। রবি শাস্ত্রী নিজের স্টাইলেই উপদেষ্টা কমিটির সেই সিদ্ধান্তও ওভারবাউন্ডারি মেরে মাঠের বাইরে পাঠালেন।
পরামর্শদাতা কমিটির তিন সদস্যের একজনকে চেয়ে শকুনির পাশা খেললেন ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার! কুশলী রবি শাস্ত্রী মাঠে এবং মাঠের বাইরে বাকি দু’জনের থেকে আলাদা করে দিলেন, এমনটাই ক্রিকেট বিশেষজ্ঞ মহল!

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

আর ৩ বছর নয়, স্নাতকের সময়সীমা বেড়ে ৪ বছর, তারপরই সরাসরি গবেষণা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: স্নাতকের পঠন পাঠনের ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম। এবার আর তিন বছরে …

জুনে শুরুতেই গরম আরো বাড়ছে। জানেন, কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- আজ মাসের শেষ, জুনের শুরুতেই গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে …

জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, অভিযোগ তথ্য গোপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *