ওয়েব ডেস্ক :
আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল পাকিস্তানের। আন্তর্জাতিক ন্যায়ালয় বৃহস্পতিবার দুপুর ২.৫৯ মিনিটে পাকিস্তান সরকারকে জানিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক ন্যায়ালয় আদেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যদি তাঁর সেনাবাহিনীকে এই আদেশ মানতে বাধ্য না করতে পারেন তাহলে আন্তর্জাতিক আইন ভাঙার দায় পড়বে পাকিস্তানের ওপর। পরবর্তী শুনানি পর্যন্ত ফাঁসির আদেশ স্থগিত থাকবে বলে জানান আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট রনি আব্রাহাম। তিনি আরও জানান, এই স্থগিতাদেশ পাকিস্তানকে মেনে নিয়ে জানাতে হবে, যতদিন না ফাঁসির আদেশ কার্যকর হচ্ছে ততদিন পাকিস্তান কোন সিদ্ধান্ত নেবে না।
এদিকে মোরাদাবাদের স্কুলের ছাত্রীরা কুলভূষণের সমর্থনে পোস্টার নিয়ে প্রদর্শনী করে। মুম্বই-তে এই ঘোষণা শোনার পর কুলভূষণের সমর্থনে যজ্ঞ করা হয়। এদিন ঠিক ৩.৩০ নাগাদ ফাঁসির স্থগিতাদেশ ঘোষণা করেন রনি আব্রাহাম। ভারতের পক্ষে আবেদন করা হয় কুলভূষণের সঙ্গে দেখা করার বিষয়ে।