ওয়েব ডেস্ক:
২০১৭-র ২৯ জুলাই সুব্রত ভট্টাচার্যের টুপিতে আর একটি নতুন পালক যোগ হচ্ছে। এইদিন মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। সুব্রত যে সত্যিই ‘রত্ন’ আম বাঙালি বিশ্বাস এবং স্বীকার করবেন। তিনি যতদিন খেলেছেন, ততদিনই ফুল ফুটিয়েছিলেন বাগানে। সুব্রত ভট্টাচার্যের ফুটবলার এবং কোচ হিসেবে যে-কোনও ফুটবলারেরই ঈর্ষার কারণ হবে। তিনি খেলোয়াড় আর কোচ হিসেবে দু’টি আই লিগ সমেত ৭৮টি ট্রোফি জিতেছেন। রক্ষণভাগের স্তম্ভ হিসেবে প্রায় সাড়ে পাঁচশো ম্যাচ খেলেছেন। গোলও করেছেন গোটা পঞ্চাশ-ষাট! এমন রকর্ড কলকাতা ময়দানে ক’জনার আছে! যোগ্য ফুটবলারকে সম্মান জানাচ্ছে বাগান।
ইস্টবেঙ্গলও সারা জীবনের জন্য সম্মান জানাচ্ছেন দুই কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক এবং সৈয়দ নয়িমুদ্দিনকে। এই দুই খেলোয়াড়ের অবদান অনস্বীকার্য। এই দু’জনই লালহলুদের বহু লড়াইয়ের সঙ্গী।
কলকাতা ময়দানের এই তিন কিংবদন্তি ফুটবলারকেই অভিনন্দন জানাচ্ছে চ্যানেল হিন্দুস্তান।
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন