Home / TRENDING / বারমুডা ট্র্যাঙ্গলের রহস্য আরও বাড়ল

বারমুডা ট্র্যাঙ্গলের রহস্য আরও বাড়ল

ওয়েব ডেস্ক :

রহস্যে ঘেরা পৃথিবীর আশ্চর্যতমগুলোর মধ্যে অন্যতম বারমুডা ট্র্যাঙ্গল। গল্পে, উপন্যাসে এই ‘শয়তানের ত্রিভুজ’ নিয়ে মানুষের কৌতূহল চরম। বহু জাহাজ, প্লেন মুহূর্তে হারিয়ে গেছে এর বাঁকে। যদিও সেই বাঁকের  রহস্য আজও উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু এবার বারমুডা ট্র্যাঙ্গল থেকে মাত্র কয়েকশো ফুট দূরত্বে খোঁজ মিলেছে নতুন এক দ্বীপের।

অতলান্তিক মহাসাগরের ওপর সৃষ্টি হয়েছে এই নতুন দ্বীপের। নর্থ ক্যারোলিনার কেপ পয়েন্টে এই দ্বীপের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এক মাইল জায়গা জুড়ে বিস্তৃত অর্ধচন্দ্রাকার এই দ্বীপের নামকরণ করা হয়েছে ‘শেল আইল্যান্ড’। বারমুডা ট্র্যাঙ্গেলের খুব কাছে হওয়ায় গত এপ্রিল মাস থেকেই দ্বীপটি নজরে আসছিল পর্যটকদেরও। বারমুডা ট্র্যাঙ্গলের মতো এই দ্বীপও রহস্যে মোড়া, বিদ্যুৎ তরঙ্গ রয়েছে চারিদিকে। এছাড়াও স্টিং রে, হাঙর রয়েছে এই দ্বীপে। দ্বীপের কাছে যেতে নিষেধ করে দিয়েছেন বিজ্ঞানীরা। যদিও এই দ্বীপের স্থায়িত্ব, কতটা এখনও জলের নীচে, আরও কত মাইল বিস্তৃত হবে এই দ্বীপ সেসব নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না বিজ্ঞানীরা। তবে কী এই দ্বীপও বারমুডার মতো রহস্যময়!

 

 

লাইক, শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন 

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *