ওয়েব ডেস্ক:
লালহলুদ ছেড়ে সবুজমেরুন জার্সি পরতে চলেছেন নারায়ণ দাস এবং লালরিন ডিকা। এমনই খবর ময়দানে। আবার আইজলের চেস্টারপুল লিংডোর সঙ্গেও কথা পাকা বাগান কর্তারা।বেঙ্গালুরু এফ সি-র সন্দেশ ঝিংগানকে পেতে মরিয়া বাগান কোচ সঞ্জয় সেন। মোহনবাগান দুই কর্তা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত পরে দল গড়তে নামলেও চমক দিচ্ছেন।
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন