নীল বণিক :
দার্জিলিঙের সাংসদ আলুওয়ালিয়ার ভূমিকায় খুশি নন মোর্চা নেতারা। বিশেষ করে মোর্চার কট্টরপন্থীরা দলের মধ্যে প্রশ্ন তুলেছেন মোর্চার পক্ষে এখনও সেভাবে মুখ খোলেননি কেন্দ্রীয়মন্ত্রী। বিশেষ করে পাহাড়ের গণ্ডগোলের প্রথম দিনে অনেক মোর্চা নেতার ফোন ধরেননি বলে সূত্রের খবর। পাহাড় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে রিপোর্ট জমা দিয়েছেন দার্জিলিঙের সাংসদ। তবে তার সেই রিপোর্টকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ মোর্চার এক অংশের নেতারা। দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল বলে মনে করছেন মোর্চা নেতারা। এমনকী পাহাড়ে এসে সরাসরি রাজ্যের বিরুদ্ধে কথা বলাও উচিত ছিল তাঁর। তবে মোর্চা নেতারা এখন দলের মধ্যেই প্রশ্ন তুলছেন শেষ পর্যন্ত রাজ্য বিজেপিকে পাওয়া যাবে তো? না সমতলে জন সমর্থন হারানোর ভয়ে রণেভঙ্গ দেবেন রাজ্য বিজেপির নেতারা। তবে এই মুহূর্তে পাহাড়ে মোর্চাকে সমর্থন করবে রাজ্য বিজেপি। সূত্রের খবর বিমল গুরুংদের পাশে থাকার বার্তা দিতে খুব শীঘ্রই দার্জিলিংয়ে যাবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
Check Also
নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই
সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …
শুধুমাত্র শুদ্ধিকরন আর বাংলাদেশ নয়, মমতার যে কথায় কান দিল না মেইনস্ট্রিম মিডিয়া
“ভর্সা যেন না পায় কোনও দাঙ্গামুখো হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভর্সা তাদের করুক তাড়া’ …
কোন সাহসে দলের প্রধান স্লোগান কে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু? কপালে ভাঁজ বিজেপির
দেবক বন্দ্যোপাধ্যায় উফ্! শুভেন্দুর বক্তৃতা শুনে সেই যে গায়ে কাঁটা দিয়েছে সেই কাঁটা আর যায় …