ওয়েব ডেস্ক:
যেমনটা ভাবা গিয়েছিল, তেমনটাই ঘটল। এবার আর আইএসএল খেলা হল না ইস্টবেঙ্গল আর মোহনবাগানের। খেলতে হবে আই লিগ-ই। যা চলবে সমান্তরাল ভাবেই। অনেকেই বলছেন কলকাতার দুই প্রধান অন্ধকারে। কিন্তু প্রাক্তন মোহনবাগানি সুব্রত ভট্টাচার্য একদম ঠিক কথাটাই বলেছেন, মোহনবাগান-ইস্টবেঙ্গল আই লিগেই খেলুক। সেটাই একনম্বর লিগ হতে বাধ্য। এএফসি-র ক্ষমতা নেই আইএসএল-কে দেশের একনম্বর লিগ বলবে।।
একেবারে ঠিক কথাটাই বলেছেন, ময়দানের বহুদিনের পরিচিত বাবলু। সুব্রত ভট্টাচার্যকে ভালবেসে প্রায় সকলেই এই নামেই ডাকেন। আইএসএল-এ কলকাতার খেলায় ভিড় করেন তো দুই প্রধানের সমর্থকেরাই। এটিকে-র নিজস্ব সমর্থক কতটুকু দুই প্রধানের সাপোর্টাররা যদি এটিকের দু’একটা খেলা না-দেখতে যান, তাহলেই মালুম হবে। আইএমজি-রিলায়েন্স বুঝবে কত ধানে কত চাল! প্রফুল্ল প্যাটেল আশ্বাস দিয়েছেন নাকি ২০১৮-১৯ মরশুম থেকে একটা লিগই হবে এএফসি-র প্রস্তাব অনুযায়ী।
অনেকেই আশঙ্কা করছেন, আইএসএল যদি একবাত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে কী আই লিগ-এর গুরুত্ব থাকবে! ময়দানে সুব্রত ভট্টাচার্যের অনেকেই মনে করেন, যেখানে ইস্টবেঙ্গল-মোহনবাগান সেখানেই ভারতীয় ফুটবল। এছাড়া অনেকেই মনে করছেন দুই প্রধান আর বড় খেলোয়াড় পাবে না। বেশিরভাগ বড় প্লেয়ারাই আইএসএল খেলতে আগ্রহী। আর আইএসএল-এর খেলায় যদি তেমন দর্শক না-হয় তখন! কলকাতা আর খান কয়েক মাঠ ছাড়া আইএসএল-এ দর্শক কই! সময়ই এর উত্তর দেবে কোনটা গুরুত্বহীন আই লিগ না আইএসএল!