জয় ঘোষ
বিদেশী এজেন্সির মাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার আশঙ্কা। হতে পারে প্রাণঘাতী হামলাও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনটাই জানা গিয়েছে, বলে সূত্রের খবর। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তড়িঘড়ি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসভবন বদল করা হল। বুধবার রাতেই নতুন বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সল্টলেকের নতুন ঠিকানায় রাত থেকেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সঙ্গে তাঁর নতুন বাসভবনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিলীপ ঘোষের নিরাপত্তা কিছুদিন আগেই ওয়াই প্লাস ক্যাটাগরি থেকেই জেড ক্যাটাগরির করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগে নিরাপত্তার প্রায় ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান মোতায়েন থাকত। এবার তা বেড়ে হল ৩২।
বিজেপির রাজ্য সভাপতি প্রথমে বেলেঘাটা থাকতেন। তারপর দলীয় নির্দেশেই নিউটাউনে থাকতে শুরু করেন দিলীপ ঘোষ। সেখানেও বেশিদিন থাকা হয়নি মেদিনীপুরের সাংসদের। নিউটাউনের বাসা বদল করে সল্টলেকের বিএল-৩৬-এর ঠিকানায় থাকার ব্যবস্থা করা হয় তাঁর। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ফের বদল করা হল দিলীপের বাসভবন। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জেলা সফরের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও রিপোর্ট দিয়েছে। তাই বাসভবন বদল করতে হল।” প্রসঙ্গত, ছোট-বড় মিলিয়ে দিলীপ ঘোষের ওপর গত তিন বছরে ১৮ বার হামলার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news