ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গল সমর্থকেরা আশায় বুক বেঁধে আছেন কবে আসছেন লালহলুদের নতুন বিদেশি কার্লাইল মিচেল। প্লাজা-ই খবর দিয়েছিলেন এঁর। মিচেল এখন জাতীয় দলে খেলছেন। তিনি নিজের দেশ ত্রিনিদাদ টোবাগোর হয়ে নেমেছিলেন ইকুয়েডরের বিরুদ্ধে। এবং দেশের একমাত্র গোলটি তিনি করেছে। এই ম্যাচে ইকুয়েডর ৩-১ জিতেছে। জানা গেছে, শুধু গোল করা নয়, মিচেল খুব ভাল খেলেওছেন। রক্ষণভাগের খেলোয়াড় হলেও গোল করতে অভ্যস্ত এবং ভালবাসে মিচেল। ইস্টবেঙ্গলের এই নয়া বিদেশি দিন কয়েকের মধ্যেই পৌঁছে যাবেন শহরে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন